ঘুমের চৈতন্য জুড়ে ঘুণপোকা
ক্যাচর ক্যাচর সারারাত
দাঁড়ানোর মত মাটি নেই
নেই মুখোমুখি বসিবার শান্ত তটভূমি
যেদিকে তাকাই শুধু
হেঁটে যাওয়া মানুষের
আহত পায়ের ছাপ
ভেজা আকাশের নিচে দিকভ্রান্ত টুনিপোকা
চমৎকার আলো হাতে ছড়ায় কুয়াশা
বুকের ভেনাস থেকে বের করে
সোনালি আপেল
চোখ বুজে সন্তর্পণে যারা রাত্রি পেরোয়
পেরোয় নিশা অমানিশা
গোলক ধাঁধার তিন চক্কর টপকে
যারা পুনর্জন্ম খোঁজে
তাদের আকাশে আজ শাপজন্ম
নাচঘরে সাজায় পুতুল, বেদনা রঙের দীর্ঘশ্বাস
মুখোমুখি দাঁড়ানোর মত মুখ নেই
ঘুমের চৈতন্য জুড়ে ঘুণপোকা
ক্যাচর ক্যাচর সারারাত