বালুরঘাটঃ বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল, তাকে ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছেনা। এই অভিযোগ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেনি। মঙ্গলবার হাইকোর্ট, সুকান্তকে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিলি করার অনুমতি দিতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সুকান্তর মন্তব্য, “এটা আমার নৈতিক জয়। এই প্রশাসন যে তৃণমূলের দলীয় প্রশাসন হিসেবে তৈরি হয়েছে তা আবার প্রমাণিত হল।” যদিও তৃণমূলের পাল্টা দাবি, সুকান্ত রাজনীতি করতেই ত্রাণ বিলি না করতে দেওয়ার মিথ্যে মামলা করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, “ওঁকে ত্রাণ বিলি করতে কেউ বাধা দেয়নি। উনি বালুরঘাটে সব্জি বিলিও করেছেন। কিন্তু কেউ আপত্তি করেননি। হিলির মতো সীমান্ত এলাকায় যেতে হলে যে প্রশাসনিক অনুমতি প্রয়োজন সেটা তিনি নেননি। আমি অনুমতি নিয়ে ত্রাণ বিলি করেছি। উনি কিন্তু অনুমতি নেননি। আমরা চাই উনি জেলার সাড়ে ১৭ লক্ষ মানুষকে ত্রাণ দিন।”
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.