হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে পুড়ে ছাই কয়েকশো বিঘা গমের জমি
হরিরামপুর;২৬ শে মার্চ:- দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কোকিল এলাকা থেকে বংশীহারী থানার নেংড়াপীর অবধি প্রায় আড়াইশো থেকে ৩০০ বিঘা গমের জমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছারখার হয়ে গেল গম ।
এদিন দুপুর আনুমানিক ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দাবি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার অত্যন্ত ঝোড়ো হাওয়ায় ফলে মাঠের মাঝে ছিঁড়ে পড়ে। তার থেকেই ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রবল হওয়ার কারণে নিমিষে ৪-৫ কিলোমিটার এলাকা জুড়ে গমের বিঘার পর বিঘা জমি আগুনের গ্রাসে চলে যায়। বিষয়টি নজরে আসতেই
কোকিল, ময়াহার,দৌলতপুর নেংড়াপীর সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ গ্রাম থেকে স্থানীয় মানুষজন ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত লাগায়।বাসিন্দাদের অভিযোগ দমকলে বারবার ফোন করা হলেও বহু পরে এসে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা। সঠিক সময়ে দমকল এসে পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কিছুটা কম হতো ।