হরিরামপুর বিধানসভায় নির্বাচনী প্রচার শুরু করলেন বিপ্লব মিত্র
হরিরামপুর; ২৬শে মার্চ:- হরিরামপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র নিজের নির্বাচনী প্রচার এক কর্মীসভায মধ্য দিয়ে শুরু করলেন । সেজন্য হরিরামপুর ব্লকের পুন্দরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচগ্রাম এলাকায় একটি কর্মীসভার আয়োজন করা হয় ।এই কর্মীসভাকে সাফল্যমন্ডিত করতে গ্রাম পঞ্চায়েতের সকল স্তরের নেতাকর্মীদের উন্মাদনা ছিলো চরমে । এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভিড় জমান কর্মীসভাতে । পুরুষদের পাশাপাশি মহিলাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । এই নির্বাচনী কর্মীসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব বাবু বলেন বাংলার মানুষ এতদিন মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল পেয়েছেন। বাংলার প্রতিটি ঘরে ঘরে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে সকল সম্প্রদায়ের জন্য সমব্যথী প্রকল্প সহ একাধিক জনকল্যাণকর প্রকল্পের মধ্য দিয়ে সাধারন মানুষ তার সুবিধা পেয়ে এসেছেন । বিজেপি জাতপাতের রাজনীতি করে কিছু কৌশলে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে । কিন্তু বাংলার মানুষ তার উত্তর নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দিয়ে দেবেন । কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রাখেন । এদিনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনের এই কর্মী সভা কে পুরোপুরি সফল বলে দাবি করেন তৃণমূল কর্মী সমর্থক বৃন্দ ।